তোমার আমার প্রেম যে কতো!
কেউ জানে না, তুমিও না।
জানলে আমায় বলতে তুমি
রাত্রি ঘুমাও জাগিও না


শুনবো জেগে প্রেম-কবিতা,
স্বপ্ন রঙিন চাই না আমি।
বলতে- ওগো! আমার কাছে
তুমিই যে গো সবচে' দামি!


আমার প্রেমের বন্দীনী গো!
মুক্তি যে আর নেই জীবনে।
আজ বোঝোনি, কাল থেকে হায়!
আমার কথাই পড়বে মনে!


অনেক ভালোবাসবে, যেদিন
আর পাবে না আমায় খুঁজে!
মন বিরহে না জ্বললে হায়
প্রেমের কী দাম কেউ কি বোঝে?


নিজকে করো প্রশ্ন সেদিন,
আমায় ছাড়া বাঁচবে তুমি?
বাঁচবে না গো! আমি বিহীন
জীবন তোমার মরুভুমি।


তোমার বুকেও আমার আগুন
জ্বলবে হয়ে নিরব চিতা।
কয়লা হয়ে নিভে আছি,
তাই এখনও বোঝোইনি তা।


আজ শোনোনি, আমার এ মন
কী বলতে চায় তোমায় প্রিয়।
তোমারও মন কাঁদবে যেদিন;
আমায় সেদিন বলতে দিয়ো।


সেদিন শুনে লাভ হবে না,
শুনতে যদি আগেই; তবে
ফুল-সকালে যে প্রেম হতো,
ফুল শুকালে আর কি হবে