অামি অাছি তরি অাজো
তর ছাড়া অামি কারো  নই,
তকে ভেবে নীশী জাগি
পাব বলে অাশায় বেঁচে রই,,
মন ময়না,ফিরে অাঁয় না
অামায় ছেড়ে অাছিস বল কই।


অাগেরি মত অামি এখনো অাছি
অাসবি ফিরে তুই বেলা শেষে
সে অাশায় প্রতিক্ষায় অামি বাঁচি
পোষা পাখি,দিয়ে ফাকি
কার বনে উরে উরে করিস হৈ চৈ
কেমন করে এত ব্যাথা অামি বল শই।


এখনো অামি অাগেরি মত
তর প্রেমেতেই উন্মাদ মাতাল
তকে ছাড়া বেদশা,অামার হালচাল
প্রাণেরি সখা,দাওনা দেখা
তকে ছাড়া কেমন করে অামি বেঁচে রই,
অামি অাছি তরি অাজো
তর ছাড়া অামি কারো নই।