যদি কোন দিন তোমার সাথে
দেখা হয়ে যায় পথ চলতে,
তুমি কি পারবে চিনতে অামায়
অতীতে যেমন চিনতে,,
অচেনা পথিক ভেবে,নাকি তুমি চলে যাবে
ফিরেও তাকাবেনা,পারে কি এমন হতে।


পড়াজয় মেনে নিয়ে তোমার কাছে
করেছি অামি অাত্মগোপন,
তারিয়ে দেবে কি সেদিন অামায়
যুদি হয় মুখোমুখি হওয়ার সমন,,
নাকি ভেবে অপরাধী,শত্রু প্রতিদ্বন্দ্বী
ভাঙ্গবে হৃদয় অাবার,অাঘাতে অাঘাতে,
তোমার দেখে ছবি,বসে বসে এই ভাবি
এতটা নিঠুর কি,পারবে হতে।


তোমার সুখের পথে,পারিনি কাটা হতে
গিয়েছি দূরে তাই তোমাকে ছেড়ে,
সব ভুলে যদি যাই,তোমাকে যদি চাই
ভাসবে কি ভাল অামায় নতুন করে,,
নাকি তুমি ভুল বুঝে,অামার দোষ খুঁজে
বিনা দোষে অাবারো চাও কাঁদাতে,
এই ভয়ে দুরে থাকি,বিশ্বাসের মালা গাঁথি
পারোনা তুমি এমন হতে।