বাবা তুমি হারিয়ে গেলে কই
তোমার এমন হারিয়ে যাওয়া,কেমন করে শই
তুমি নেই আজ চৌদ্দ বছর
গুমরে কাঁদে সবার অন্তর
চোখের কোণে অশ্রু জমে,করছে যে থৈ থৈ
তোমার এমন হারিয়ে যাওয়া,কেমন করে শই


বাবার মাথায় ছিল, বড় বড় কেশ
যখনি তা হত এলমেলো,
বলত মাকে ডেকে,একটু দেখ
আমার খোঁকারা কই গেল,,
কাছে এলে,বাবা বলে
খোঁকা হাত বুলা চুলে
বসনা পাশে রাজা রাণীর,গল্প আমি কই
তুমি আজ নেই বাবা
এই ব্যাথা কেমন করে শই।


বাবা তোমার স্মৃতি মনে,গাথা হাজারো
তুমি নেই তাই মনে,হয় না কারো
বাবা যে দিকে তাকাই
তোমাকে দেখি সবাই
তবু ও নীরবে ব্যাথার বোঝা বই,
তুমি নেই সেই যন্ত্রনা, কেমন করে শই
বাবা তুমি হারিয়ে গেলে কই
তোমার এমন হারিয়ে যাওয়া কেমন করে শই।