প্রতিটি চা দোকান একটা সংসদ
বিক্রেতা স্পিকার,ক্রেতারা সংসদ নেতা
এখানে চব্বিশ ঘন্টায়,চব্বিশ পর্বে হয়
ষোল কোটি জনতার কথা
যুক্তিতে না পারলেও লড়ে শক্তিতে
এ নেতারাই মার খায়,ঘরে গিয়ে বউয়ের হাতে।


পৃথীবির শেষ্ঠ পালামেন্ট
যুবকদের বৈঠক খানা,
এখানে প্রতিটা মিনিটে বিশ্ব নিয়ে ভাবা হয়
শুধু নিজের কথা হয়না
ওরা কর্ম হীনা ভাবুক,ওদের দাও ভাবতে
যা কিছু সৃষ্টি হয়,সব ভাবনা হতে
দঃখের বিষয় এ বিশ্ব নেতারা ঘরে ফিরতেই
বাবার পেদানি পড়ে পিঠেতেই


বেকারর্ত্ব অভিশপ্ত জীবনের এক অধ্যায়
অাপন,স্বজন,প্রিয়জন,সমাজের সব লোক
প্রতি সেকেন্ডে,সেকেন্ডে সর্প হয়ে কামড়ায়
বিষের যন্ত্রনা সইতে না পেরে
যুবক,যুবতীরা কেহ জগৎ কেহ ঘর ছাড়ে
সুখের বিষয় তারাই হারাবার পড়
শোকে,দুখে,বিরহের অণুতাপে সিত্ত জল ছাড়ে।


Reality
T.H. Billal
-------------------------------------------------- ----------
Every tea shop is a parliament
Vendor Speaker, Buyers Association Leader
Here in twenty-four hours, in twenty-four episodes
Sixteen million people
In the absence of logic, the power to fight
The leaders killed, they went home and in the hands of the wife.


The ultimate palant of the earth
Meet the youth,
Here every day is considered to be the world
Just do not talk about yourself
They think of their actions, give them them
Whatever is created, be all thoughts
The world leaders come to the house of sorrow, the world leaders return
The father's paddani reading back


Unemployment is one section of the cursed life
Friends, relatives, loved ones, all the people in the society
Every second, secondly bites with snakes in seconds
Unable to deal with the poison of poison
Some people, young people, some people leave the house
The only thing to be lost is to read
Soothes water in mourning, misery, birah