বয়স তোমার সতের বলে
চাচ্ছনা বিয়ে করতে,
এই বয়সে অন্য মেয়ে
পাচ্ছে মা ডাক শুনতে।


বিয়ের পড়ে থাকবে কোথায়
ভাবছো আগেই বাবার বাড়ি,
এই শর্ত মানছিনা হায়
দিলে ও আমার গলায় ছুরি।


হয়তো তোমার দুয়েক স্বপ্ন
মরবে কেঁদে অন্ধকারে,
ত্যাগ তিতিক্ষা করতে হবে
তোমায় কিন্তুু বিয়ের পড়ে।


লেখা পড়া করতে পারবে
মন চায় তোমার যত খুশি,
বাবার বাড়ি যাবেনা থাকা
হউক না যতই রেশারেশি।