বৈশাখী,
               আমি দেখেছি তোমায়,বৈশাখের মেলায়
               হলুদ কাপড়ে সাজিয়েছ নিজেকে
              দেখেছি উঠেছ মেতে পুতুল খেলায়
              বৈশাখী দেখেছি তোমায়
              বৈশাখের সন্ধে বেলায়।


বৈশাখী,
             ছোট ছোট ছেলে মেয়েদের সাথে
             করে ছিলে মিশে কি ভাব
            আমি দেখে তখনি বুঝেছি
             এখনো যায় নি তোমার,কিশোরীর স্বভাব
             তোমার নৃত্যে উৎসকি জনতা,বটের তলায়
             বৈশাখী আমি দেখেছি তোমায়
              প্রথম সেই বৈশাখের মেলায়।


বৈশাখী,
            তুমি দু টাকার ফিতে,লাল চুড়ি
            কিনতে গেলে যে দোকানে
            অপলোক দৃষ্টিতে দেখেছি তোমায়
             দাড়িয়ে সেখানে
    আজো দেখছি তোমায়,কল্পনায়,মনের আয়নায়
             বৈশাখী আর দেখি না তোমায়
             সেই ছিল প্রথম ও শেষ দেখা
                   বৈশাখের মেলায়।