চল্ খুঁজি ফেলে অাসা দিন
হারানো বৈকাল
স্মৃতির পাতা থেকে কুড়িয়ে অানি
প্রথম দেখার সেই মায়া জ্বাল
যে জ্বালে বন্দী চোখে ধরনি রঙ্গিন
চল্ খুঁজি সেই ফেলে অাসা দিন।


চাঁদনীর অালোয় ক্ষয়ে রাত
একাকী থাকা স্বপ্নে বিভোর
কোথায় হাড়াল সেই মধুময় ক্ষন
দু-জনে বুনা সুখের প্রহর
তুমি নেই সেই ক্ষন হয়েছে মলিন
চল্ খুঁজি ফেলে অাসা দিন।


গুধুলি বেলায় বন্ধুরা মিলে
বসে থাকা পথের বাঁকে
কোথায় হাড়াল সেই বন্ধুরা অাজ
দেয় না কেউ সাড়া স্মৃতির ডাকে  
অায় তরা ফিরিয়ে অানি সোনালি সু দিন
চল্ খুঁজি ফেলে অাসা দিন।