যে মানুষ ভুল করে,ভুল বুঝে চলে যায়
সে মানুষ ফিরে অাসে,যখন তার ভুল ভেঙ্গে যায়
তুমি চলে গেছ
অভিনয়ে ছলনায় কাঁদিয়ে অামায়
ফিরে তুমি অাসবে না জানি কোন দিন
বসে থেকে লাভ নেই তোমার অপেক্ষায়।


যে মানুষ দূরে গিয়ে
ফিরে অাসার জন্যে দু-হাত বাড়ায়
ভুলের অনুতাপে একাকী জ্বলে জ্বলে
নীরবে নীরবে কাঁদে ক্ষমার অাশায়
এমন কখনো হবে না তোমার
তুমি চলে গেছ
অভিনয়ে ছলনায় কাঁদিয়ে অামায়।


যে মানুষ মন ভাঙ্গে,হয় পড় অভিমানে
ফিরে অাসে সে মানুষ,ভালবসার টানে
তোমার প্রেমে ছিল শুধু ব্যাবধান
ভেঙ্গেছ এই মন হেলায় খেলায়
তুমি অাসবে না ফিরে কোন দিন
চলে গেছ বিনা দোষে কাঁদিয়ে অামায়।