স্বপ্নের দিন কেন ক্ষয়ে ক্ষয়ে যায়
ফেলে আসা স্মৃতি কেন শুধুই কাদায়
কাছের মানুষ কেন? থাকেনা কাছে
দূরে গিয়ে কেন সে,দু-হাত বাড়ায়
ঘুম ভাঙ্গা ভোরে সে, কেন আবার
রঙ্গিন রঙ্গিন কেন,স্বপ্ন দেখায়।


দু-চোখে নদী কেন,বয়ে বয়ে যায়
অধরা সুখ কেন পালিয়ে বেড়ায়
যতনে রাখা স্মৃতি,এখন দেখি
খাচ্ছে কুড়ে কুড়ে মরিচিকায়
পুরুনো সেই দিন আমাকে কাদায়
সুখের দিন দেখি আধারে হারায়।


হৃদয়ের নীর আজ ব্যাথায় ব্যাথায়
মেতে উঠেছে দুখের হলি খেলায়
দুর থেকে প্রিয়জন বাড়ায় ব্যাথা
কাছে এসে সেও চোখের আড়ালে লোকায়
স্বপনের দিন গুলো ক্ষয়ে ক্ষয়ে যায়
চলার পথটা দেখি আধাঁরে হারায়।