এ ভাই তোমার কষ্ট অাছে
সূলব মুল্যে বিক্রী কর,আমার কাছে
অামি কষ্ট কিনি,কষ্ট বেচি
কষ্ট বেচে অামি বাঁচি
কষ্ট পেলেই হৃদয় অমার,তাকদিনা দিন নাচে
এভাই তোমার কষ্ট অাছে
যদি থাকে বিক্রী কর অামার কাছে।


সকাল,সন্ধা দিন দুপুরে
ঘুরে বেড়াই সবার দ্বারে
কষ্ট কেনার জন্য অামি, ফেরি করে বেড়াই
এভাই অামার কষ্ট অাছে,অামি কষ্ট বেচে খাই।


অামি কষ্টিত লোকের যদি সন্ধান পাই
তার কাছে অামি ছুটে যাই
গিয়ে তাকে দুঃখ সুখের গল্প শোনাই
অবশেষে বলি ভাই
অামি তোমার কষ্ট কিনতে চাই
তোমার যত কষ্ট অাছে
বিক্রী কর অামার কাছে
অামি কষ্ট কিনি,কষ্ট বেচি
কষ্ট বেচে অামি বাঁচি
অামি কষ্টের মহাজন
কষ্ট ছাড়া অামার কাছে,
নাই যে কোন অন্য ধন।