তুমি শুধু এক বার ডাক
দু হাত বাড়িয়ে হৃদয় খুলে
কথা দিলাম অাসব ছুটে
তোমার দেওয়া সব দুঃখ ভুলে
কি ডাকবে না?
নাকি ভাসাবে অ থৈ জলে
তা হলে ভাসাও নিরবধি
তোমার দুঃখ নদীর তলে।


স্মৃতির জানালায় দাড়িয়ে থেকে
প্রহর যদি পার গুনতে
বিদ্বেষী ক্ষোভ অভিমান ভুলে
বাধা নেই তোমার কাছে ফিরে অাসতে
কি থাকবেত?
জানালার পাশে দু হাত বাড়িয়ে
বুক ভিজায়ে সিক্তজলে
কথা দিলাম অামি অাসব ছুটে
তোমার দেওয়া সব দুঃখ ভুলে।


শেষ বিকেলে ঐ নদীর ধারে
যদি পার কাটাতে সময়
অালাপী হতে সংকোচ নেই
যদি হাসে তোমার হৃদয়
কি থাকবেত অপেক্ষায়,সন্ধে বেলায়
নিজ ছবি দেখে দেখে নদীর জলে
কথা দিলাম ছুটে যাব যেখানেই থাকি
তোমার দেওয়া সব দুঃখ ভুলে।