যার জন্য অামার অাশা এই পৃথীবিতে
শত ভুল ক্ষমা করে,রেখ তারে জান্নাতে
দেখালো যে অামায় পৃথীবির অালো
দোয়া করি সে যেন থাকেই ভাল
এই বলে ঝরাই প্রভু,অামি অশ্রু ধারা
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানিছ ছাগীরা।


মায়ের অভাব কভু হয়না পূরণ
হাজারো মানুষ থাকলে পাশে,
যার নেই মা-বাবা সেই ত বুজে
কত খানি অসহায় পৃথীবিতে সে,,
পাথর চোখে ও অশ্রু ঝরায়
রেখে যাওয়া মায়ের পুরুনো স্মৃতিরা,
জান্নাতী হয় যেন সবারি মা-বাবা
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানিছ ছাগীরা।


হাজারো মানুষ দেখি,অাশেপাশে চারিদিকে
দেখিনা শুধু সেই প্রিয় মুখ,
যে মুখে তাকালে,হজের সওয়াব মিলে
ফিরে অাসে পোড়া মনে সুখ,,
একা,একা চলে গেলে অামাদের ছেড়ে
পারিনি রাখতে দিয়ে শত পাহাড়া,
রোজ নামাজের শেষে,অামি জায়নামাজে বসে
এই বলি,
      রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানিছ ছাগীরা।