কতবার বলেছি,করেছি কত বারণ,
তুমি যেওনা চলে,অামাকে ছেড়ে
এখন একমাত্র তুমি অামার, নিঃসঙ্গতার কারন।।
কত অনুরোধ অণুদয় তোমাকে বুজাতে,
তুমি শুনলেনা মানলেনা কারো বাদ
কি যায় তোমার,অামার একা থাকাতে।।


শত লোক,শত শোক দিয়েছে মিলে যত,
অর্ধেকের বেশী ব্যাঁথা মুছে ফেলেছি
শুধু মুছেনা তোমার দেওয়া অাঘাতের ক্ষত,,
সব ব্যাতিরেকে মুছি ব্যাঁথা এখন
তুমি অামার একাকীত্বের কারণ।।


অাশে পাশে লোকের যত অানাগোনা,
পরিচিত বদন,নেই স্বরন
তোমার নামে পূজো হয় অারাধনা,,
অসাধ্য তোমায় পাওয়া হবে কি সাধন
তুমি-ই অামার কষ্টে থাকার কারণ।।