নয় বছর অটুট রেখেছি প্রেমের প্রত্যয় হৃদয়ের গভীরে,
ভেবেছি ভালো নেই সে প্রেম হারিয়ে আমাকে ছেড়ে.
:
:
যার জন্য আমি যাযাবর,
হয়ত সেও বাধেনি ঘর.
:
নয় বছর আগে অশ্রু দেখেছি তার চোখে,
সেই অশ্রু পাথর হয়ে আছে আমার বুকে.
:
:
পৃথিবীর সব চাওয়া পাওয়া মিছে,
শুধু এক বিন্দু ভালবাসার কাছে.
:
:
আপন গন্তব্যে জীবন এগিয়ে যায়,
শেওলার মত সময়ের স্রোতে সপ্ন হারায়.
:
:
তবু হৃদয়ে ভালবাসা জেগে থাকে,
হৃদয়ে হৃদয়ে কথা হয় কল্পলোকে.
:
:
জাগে শিহরণ পুলকিত হয় হিয়া,
প্রত্যয় বাড়ে ফিরে আসবে প্রিয়া.
:
:
হারিয়ে গেলে বুঝা যায় ভালবাসা,
তীব্র হয় তাকে পাওয়ার আশা.
:
:
নয় বছর পর দেখলাম তার,
সবই আছে স্বামী,সন্তান,সংসার.
:
:
হারিয়ে গেল আমার প্রত্যয় ছিল যত,
ঠিকানা হীন স্রোতে ভাসা শেওলার মত,
:
:
অামার নয় বছরের প্রত্যয়
করতে পারেনি তার মন জয়।