সৎপথে জীবন অতিক্রম কর
সাফল্য পেতে যুদি ও হয় দেরি,
অসতি মেয়ে করবে না বিয়ে
হয় যদি সে ডানা কাটা পড়ী,,
সৎপথের জীবন হয় কষ্টের
অসতি মেয়ে কারণ, ঘর নষ্টের।


মায়ের সেবায় বিভোর থাকো
হয় যদি মা,অঁন্ধ কিংবা কালো,
দিওনা ব্যাঁথা কভু তার মনে
জগতের সব, চেয়ে মা-ভাল,,
       মা-নাই যার সংস্বারে
তার মত দুখী কেউ নাইরে।


সদায় বলবে সত্য কথা
যুদিও  তোমার বিপদ অাসে,
শক্রুর সাথে কর কোমল অাচরণ
যুদিও সে ব্যাস্ত,তোমার সর্বনাশে,,
সত্যের অাড়ালে নিশ্চিত জয়
নম্র ব্যাবহারে শত্রুু ও বন্ধু হয়।