সারাদিন ছুটা ছুটি করা হৈ চৈ
ছোট্র বেলার সেই, দিন গেল কৈ
পাঠশালা ফাকি দিয়ে গাছের তলে
বাড়ি ফিরি সন্ধায় ক্রিকেট খেলে
খেয়েছি বাবার অঘনা পিটুনি
শুনেছি মায়ের শুধুই বকনি
তবুও থামেনি দুষ্টমী করা
ছেলেবেলার বন্ধুরা কইরে তরা।


পাড়ার লোকেরা বলতো কত?
কেন এই ছেলেরা দুষ্ট এত
হৈ-চৈ করে শুধু বান্দিয়া দল
কেন এই ছেলেরা এত চঞ্চল
যে যাই বলুক সে দিন থামেনি দুষ্টমী করা
ছোট্র বেলার বন্ধুরা কইরে তরা।


জ্বালাতন সয়ে সয়ে বলতো কাজী
এই ছেলেরা ভাই ভড্ড পাজী
বাগানের গাছ কেটে বানিয়েছে মাঠ
যায়না করা তাদের উতক্ষাত
মনে পরে খেলা শেষে সন্ধে ঘুরা
চলে অায় ঘুড়ে অাসি হারানো বন্ধুরা।