পাচঁটি বছর পড়ে তোমায়
পড়ছে আবার মনে
তোমায় ভেবে আসল জ্বল
দু-নয়নের কোনে ।


স্মৃতির পাতা উল্টে দেখি
পড়েছে ধুলো মরিচিকা
বুকের ভিতর প্রতিনিয়ত
জ্বলছে আজো অগ্নিশিখা ।


সেই বেদনার নীল স্মৃতি
কাদায় প্রতি ক্ষনে
পাচঁটি বছর পড়ে তোমায়
পড়ছে আবার মনে ।


মনের আয়নায় এখোনো ভাসে
সেই চেনা মুখ
যে হৃদয় আহত করে
চুরি করেছে মোর সুখ।


এখোনো সে প্লাবন হয়ে
সুখের ঘরে ধংস্ব আনে
পাঁচটি বছর পড়ে তারে
তবু আবার পড়ছে মনে।