ছাড়িয়ে সুখের রঙ্গ
পেড়িয়ে দুঃখের তরঙ্গ
এসে দেখি কেউ নেই
দেবার মত সঙ্গ,
সাহারার মাঠে ক্লান্ত আজি
নিজেকে লাগে নিঃসঙ্গ।
ব্যাথায় আজ মরমরে
আমার প্রতিটা অঙ্গ।


সুখের মোহনা ছাড়িয়া গিয়ে
ব্যাথার নদী বাইয়া যাই,
আশার আলো জালিয়ে মনে
আজো তকে খুজে বেড়াই,
কিন্তুু আসেনি কেউ
দিতে আমায় সঙ্গ,
তাই লাগছে আজ বড়ই নিঃসঙ্গ।


দূর থেকে দূরান্তে
তার চেয়েও অদিক দূরে,
ফেরারী হয়ে পালিয়ে বেড়াই
তোমার সুখের সীমানা ছেড়ে
রঙ্গে রঙ্গে দুঃখের সঙ্গে
আজ যে আমি বিহঙ্গ,
ব্যাথায় আজ মরমরে
আমার প্রতিটা অঙ্গ
তাই লাগছে আজ বড়ই নিঃসঙ্গ।