মা-তোমার কথা পড়ছে মনে
শূন্য বুকটা ভরেছে ব্যাথায় .
তোমার কথা ভাবতেই মা
জ্বল এসেছে চোখের কোনায় ,
তুমি দেবে না মুছে মা
তোমার আচল দিয়ে ,
কাঁদিস না বলে খোকা
দেবে না গায় হাত বুলিয়ে ।
মা-তোমার জন্য জানি না কেন
যায়-গো কেদে প্রান ,
তোমার মমতা দিয়েছে আজ
কলিজা ধরে টান ,
তাইতো মা-তোমার জন্য
জ্বল জরায়েছে চুখ .
তোমার শূন্যতায়
ধুর ধুরে কাপে বুক ।
মা-তোমার স্নেহ হঠাত্‍ মনে
দিয়েছে হানা ,
মন চাইলে যেতাম-গো উরে
বিধি যদি দিত দু-টি ডানা ।