খুঁজব না তরে আর পথের বাকে
বাদব না তর সাথে জুটি .
যাও তুমি চলে যাও যেখানে খুশি
ইচ্ছে হলেই খেল লুটপুটি ।


খুঁজব না তরে আর পাঠশালার পিছে
মারব না তরে আর রাস্তায় শিস
গাঁয়ের পঞ্চায় হবে না যেতে
ধরেছে মনে লজ্জার বিষ ।


খুঁজব না তরে আর মনের মাঝে
রাখব না তরে আর চোখের পাতায়
ভুলে গিয়ে সব কিছু হয়েছি ভাল
কলংক্কের ডোল যেন কেউনা বাজায় ।


খুঁজব না তরে আর বাড়ির আঙ্গিনায়
দেখব না তর সেই মায়াবী মুখ
গাঁয়ের সম্মান করব না বিলিন
পাথর চাপায় রাখব যে বুক ।