মুক্ত করে দিলাম তোমায়
রাখব না আর বেদে
ভাসব না আর চোখের জ্বলে
নিরবে একলা কেঁদে ,
স্বাধীন তুমি পাখনা মেলে
যেখানে খুশি যাওরে উরে
ডাকব না আর পিচু তোমায়
বলব না আয় ফিরে ।


যার লাগিয়া কষ্ট বুকে
রাখলাম আমি পুষে
সে চলে যায় রেখে আমায়
জানি না কোন দোষে ,
আগে বুজেনি ঐ রমনীর
মন যে এত শক্ত
তাইতো তারে আর ডাকিনি
করে দিলাম মুক্ত।