আমার সুখের পৃথীবি
আদারে গেছে ডেকে
আমি হারিয়ে যাব তাই
তোমার জীবন থেকে ।


    তোমর সুখের নীরে আমি
চাই না হতে মরিচীকা ,
চাই না জলুক তোমার নীরে
দিবা নীশি অগ্নি শিখা ।


আমি আসব -না  ফিরে কোন দিন
স্মৃতিরা জতই কাদায় ,
আমি রাখব না পা
তোমার সুখের সীমা রেখায় ।


আমার দুঃখ আমার ভেদনা
আমার কষ্ট আমার যাতনা
করব না তার তোমায় অংশীদার
সুখ যদি হয় বানাব তার ভাগীদার ।


আমি করব-না, দোষী তোমাকে কোন দিন
জীবন ঝরে যদি বিষাদের বিষে ।
চির সুখি মহা সুখী তুমি যদি হও
সেই সুখ দেখে মোর হবে-না-কো হিংসে ।


তোমার সুখ থাকবে তোমার
দেবনা যেতে উড়ে ,
তোমার খাচায় বন্দী রেখ
সুখের পাখি টা দেব ধরে।