অভিমানে দূরে গিয়ে,ছিলাম একা
দেখব-না, বলে তোমার মুখ
অক্ষে তোমার ছবি.যেন না দেখি
বন্দ করে রাখি চুখ ,
অবশেষে বুঝেছি তোমায় ছেড়ে
একা পথ যাবেনা চলা ,
তোমারে তোমারে যায়না ভোলা
তোমারে কিছুতে যায়না ভোলা ।


তোমার কাছ থেকে.পালিয়ে আমি
চেয়েছি দূরে থাকতে ,
কত বার চেয়েছি তোমায় ছেড়ড়ে
জীবনে একা বাচঁতে ,,
অবশেষে বুঝেছি তোমায় ছারা
একাকী থাকা যাবেনা ,
তোমারে তোমারে ভোলা যাবেনা
তোমারে কিছুতে ভোলা যাবেনা ।


তোমার কাছ থেকে লুকিয়ে আমি
চেয়েছি থাকতে দূরে ,
বার বার তোমাকে করেছি ঘৃনা
তোমার কাছে তাই,আসিনি ফিরে
অবশেষে বুঝেছি এত অভিমান
আমার করা সাজায়না ,
তোমারে তোমারে ভোলা যায়না
তোমারে কিছুতে ভোলা যায়না ।