আঁখি নামে কবিতা লিখেছি কত
তারে ভেবে কত বছর
করেছি গত
শুধু তার স্মৃতি গত যেন হয়না
তার কথা মনে হলে
দেহে প্রাণ রয়না।


আঁখির কথা ভেবে ভেবে
পারিনা ঘুমাতে,
হৃদয় কেঁদে উঠে
বুকের ব্যাথাতে।
তবুও স্মৃতি তার যত্নে রাখি
তার জীবন নিয়েছে সাজিয়ে
আমার জীবন রয়েছে বাকী।


আঁখি নামে গল্প লিখেছি কত
যতই লিখছি বুকের
বাড়ছে ক্ষত,
দো চোখের জ্বলে তাই
ভাসছে আঁখি
তার জন্য আজো নীশি
জাগিয়া থাকি।