বাবা তোমায় মনে পড়ে ভুলতে পারি-না
তুমি ছাড়া একলা অামি চলতে পারি-না
শিশু কালে কোলে তুলে
চাঁদ মামা কে বলতে ডেকে
অাঁয়রে চাঁদ টিপ দিয়ে যা
কান্না পেলে ক্ষুদার জ্বালায়
দু-হাত ধরে বলতে অামায়
দুধ মাখা ভাত পেট-টি ভরে খাঁ
সেই স্নেহ অাজো অামি ভুলতে পারি-না
তুমি ছাড়া একলা অামি চলতে পারি-না।


বাবা তোমায় প্রতি ক্ষনে, পড়ছে মনে রোজ
স্মৃতির পাতায় অভিরত, করছি তোমার খোঁজ
চাঁদের বুড়ির গল্প বলা
এক সাথে পথ চলা
না,হতেই বাবা শেষ
কেমন করে অামায় ছেড়ে, হলে নিরুদ্দেশ
সেই স্মৃতি অাজো অামি ভুলতে পারি-না
তুমি ছাড়া একলা অামি থাকতে পারি-না।


তোমার মত কেউ করে-না
মায়ার হাতে শাসন,
যাসনা খোঁকা যে-থায় সে-থায়
কেউ করে-না বারণ,
কেউ বলে না অরে খোঁকা,ঘরে ফিরে অাঁয়হ
একটু পড়ে অাযান দিবে,নামবে অাঁধার ধরায়
ফিরে এসো বাবা অামি,কিছুই চাহি-না
তুমি ছাড়া একলা অামি চলতে পারি-না।