মিশুতী রাতে অাসবেত শ্যাম
বড়ুই গাছের নিচে
তোমার সঙ্গে সঙ্গোপনে
কিছু কথা বলার অাছে
অামি বলব তুমি শুনবে
অামি শুনব তুমি বলবে
এভাবেই দু-জনে কাটিয়ে দেব রাত্রী
অামি হব নিশাচর ভোরের যাত্রী।



মিশুতী রাতে চাঁদের অালোয়
বসে দু-জনে মুখো মুখয়
মনের কথা সবি বলিব
নয়নে নয়ন রেখে
জনমের মত তোমায় দেখিব
যদি মনের অজান্তে কখনো হারাও
দূর দেশে যদি কখনো লুকাও
কল্পনায় ছবি তোমার দেখব শুধু
মনের অায়নায় সাজিয়ে বধু।



মিশুতী রাতে হাত রেখে হাত
জীবনের গল্পে অানব প্রভাত
অালতো ঘুমে যাব তোমার কোলে
তুমি কাটবে বিলি অামার চুলে
তুমি অাসবেত শ্যাম,দেখিব ভরিয়ে লোচন
মনের জমানো ব্যাথা কিছুটা হবে মুছন।