অামি কারে সঙ্গ দেব
কে অাছে সঙ্গ নেব তার
অামি নিঃশ্ব,অামি শূন্য
কে অাছে, কি অাছে অামার
তাই একলা চলি,কি প্রয়োজন
সঙ্গ দিয়ে সঙ্গ নেবার।


সঙ্গ দিতে সঙ্গী লাগে
সঙ্গ পেতে টাকা,
চিত্তের টানে কে দেয় সঙ্গ
থাকে যদি চার পকেটি ফাঁকা
তাই,সঙ্গ দিতে এড়িয়ে চলি,সঙ্গ পেতে তার
বিবেকের মাপ কাঠি সঠিক নেই যার,


সঙ্গ দিতে, সঙ্গ পেতে
অাছে নাকি তাতেও বারণ,
ভাল মন্দ উভয় নাকি
সঙ্গ গত কারণ,,
সঙ্গ দোষে চলার পথে
যে খেয়েছে অাচার
সেই বলে কি ছিল প্রয়োজন
সঙ্গ তারে দেবার