সারা বাংলা জেগে ছিল
পাক বাহিনির বিরুদ্ধে
লক্ষ মানুষ শহীদ হল
একাত্তুরের যুদ্ধে
মুক্তি বাহিনির হাতে হাতে
পাক বাহিনী নিঃশ্বেস
একাত্তুরের যুদ্ধ মানে
স্বাধীন বাংলা দেশ
একাত্তুরের যুদ্ধ মানে
লক্ষ মানুষ হারানো
একাত্তুরের যুদ্ধ মানে
বিজয় নিশান উরানো।


দেশ তারা করে জয়
রক্তের বিনিময়
ভয় নাই মরণে
বুক পেতে দেয় তারা
বুলেটের সামনে,,
দেশ থেকে তারাল পাকিস্তানির বংশ্ব
একাত্তুরের যুদ্ধ মানে,পাক বাহিনির ধংস্ব
একাত্তুরের যুদ্ধ মানে
স্বাধীনতার গান গাওয়া
একাত্তুরের যুদ্ধ মানে
অধিকার ফিরে পাওয়া
একাত্তুরের যুদ্ধ মানে
খালি মায়ের বুক
একাত্তুরের যুদ্ধ মানে
ফিরে পাওয়া সুখ।