একাকী কেঁদে অামি, একা গোপনে
কত জ্বল ফেলেছি কেউ কি জানে
কান পেতে হৃদয়ের কান্না,কে বল শোনে
কেউ দেখে না,কত টুকু জ্বল
করেছি জমা এই চোখের কোণে।


এত হাঁ হাঁ কার শুন্যতা,অামার মনে
কারো নেই দেখার সময়
প্রিয়জন ও বদলে গেছে
তারো নেই মনে সংশয়
পাথরে বুক বেধে বসে থাকি
দূরে গিয়ে নির্জনে
কত টুকু জ্বল করেছি জমা
কেউ দেখে না,দুই চোখের কোণে।


হাঁসির অাড়ালে অামার ব্যাথার নদী
লুকিয়ে রাখি চোখ চেপে কান্না
মন ভাঙ্গা জ্বর এসে, ঠেউ তুলে যায়
বয়ে যায় জীবনে কষ্টের বন্যা
হয় না শীতল,মনে উঠা জ্বর অল্পক্ষনে
কত টুকু জ্বল করেছি জমা
তুমি দেখনি কোনদিন,দুই চোখের কোণে।