এক দিন তুমি কাঁদবে,ভাসবে চোখের জলে
বুঝবে তখন মনের ব্যাথা,যায় কি ভোলা শান্তনা পেলে
মনের অাগুন থাকবে মনে,পারবে না দেখাতে
যন্ত্রনার কথা পারবে না ,মুখের ভাষায় বুঝাতে।


এক দিন তুমি স্মৃতির পাতায়,অামাকেই খুঁজবে
নিজের দোষ তখন কি দিয়ে বল ডাকবে
নয়ন জলে ভাসায়ে বুক,ক্ষমা না হয় চাইবে
যা হারিয়েছ জীবন থেকে,তা কি ফিরে পাইবে।


এক দিন যখন বুঝবে তোমার, নিজেই  নিজের ভুল
দাড়িয়ে দেখবে তখন,কত দূরে এক সাগরের দুই কূল
কি হবে তখন অার বৃথায় একলা কেঁদে
কাছের মানুষ হাড়ালে তুমি,নিজের অপরাদে।