তুমি যে পথে হাঠ
অামি সে পথে পা রাখি না
এখন তুমি অামার কাছে
ঘৃনার পাত্রী ছাড়া অার কিছুই না
তোমারি জন্য জীবনে অামার
এসেছে নেমে হতাশা
এখন অামি চাই না তোমায়
চাই না তোমার ভালবাসা।


তুমি যে রাতে জোৎস্না দেখ
সে রাতে অামি মাতাল হয়ে
চাঁদকে বলি,দু চারটা মারতে গালি
তোমাকে অামার হয়ে
এত টাই ঘৃনার পাত্রী তুমি
অামার কাছে এখন
তোমার দেওয়া সব চিরকুট
ছিড়ে ফেলেছি বলে,নেই প্রয়োজন।


যে সময় তুমি বৃষ্টি দেখ
জানালার পাশে দাড়িয়ে
সে সময় অামি ছবি কে তোমার
বৃষ্টির জলে দেই ভাসিয়ে
দেখতে চাই না, তোমার ঐ মুখ
যে মুখ দেখলে হয় সর্বনাশা
এখন অামি চাই না তোমায়
চাই না তোমার ভালবাসা।