দিগন্তের শেষ প্রান্তেও অামি
খুঁজেছি তোমায়
অতৃপ্ত চাওয়া গুলো মরছে কেঁদে
তুমি হীনা শূন্যতায়
দুঃখ বুনে তাই একলা হৃদয়
মৌনতার একা কিত্তে
চূর্নতায় মন,শূন্যতা পায়
তোমার স্মৃতির অস্তিত্তে।


উশর মরুর ধুসর বুকে
অামি খুঁজেছি তোমায়
সুখের স্বপ্ন গুলো হচ্ছে বিলীন
তোমারি প্রবনঞ্ছনায়
সুখের দিন বুজি হয়ে গেছে শেষ
উষ্ণ মনে প্রশ্ন জাগে
অাবেগের কাছে হার,,বিবেগ মেনে
তবু ও বারা বার তোমায় ডাকে।


দিনের শেষ প্রান্ত বেলায়
তোমার জন্য অামি অাছি দাড়িয়ে
কল্পনার জগৎ হয়, ভেঙ্গে চুরমার
কেন নিলে মুখ ফিরিয়ে
অামার স্বপ্ন গুলো মরছে কেঁদে
তোমার বিহনে প্রতিদিন
কি করে বল তোমাকে বুঝাই
এবুকে ব্যাথা সীমাহীন।