স্বার্থের দুনিয়ায় সবাই বদলে যায়
তোমাকে নতুন করে দোষ দেব কি?
স্বার্থ ফুড়িয়ে গেলে সবাই যায় চলে
তুমি অাপন হয়ে থাকবে কি?
নাকি ফুড়ালে সময়,তুমি ভাঙ্গবে হৃদয়
সবার মতই তুমি দিবে ফাঁকি।


স্বার্থের পৃথিবীতে হয় এমনি
চিরদিন কেউ পাশে রয় না,
সুখের সময় সবাই থাকে
দুঃখের সময় কেউ থাকে না,,
তোমাকে দোষ দিয়ে বল লাভ কি?
সবার মতই তুমি একজন,
দুঃখের সাগরে ভাসিয়ে অামায়
অভিনয়ে ছলনায় ভেঙ্গে যাবে মন।


স্বার্থের প্রয়োজনে বদলে গিয়ে
ভুলে যায় কে ছিল প্রিয় অাপন
ক্ষনিকের সুখের অাশায়
চেনা মানুষ রাখে না বাধন,,
তোমাকে অভিশাপ দিলেই হবে কি?
তুমিত অাসবে না অার
বাজাবে না কখনো লাগিয়ে জোরা
অামার মনের ছেড়া গিটার।