তুমি এসেছ ভাঙ্গিতে ঘর,ঘড়িবার নহে
কি সুখ পেয়ছ,ভাঙ্গিয়া মোর কাচাঁ ঘর
যাও ললনা কহে,,
হৃদয়ের বেড়াজাল ধীরে ধীরে কাটিয়া
বুকের পন্থে রাখিয়া চরণ,গিয়েছ হাটিয়া
কত ক্ষত যাইবার সময়,দেখছ কি এই দেহে
কি সুখ পেয়েছ নিঃশ্ব করে অামায়
যাও ললনা কহে।


তুমি এসেছিলে কাঁদাতে,হাসাতে নয়
কি পেয়েছ লোনা জলে ভাসিয়ে
জানতে বড় ইচ্ছে হয়,,
বক্ষের মনি কক্ষে তুমি ঢুকিয়া
বিষের তীরে দিয়েছ অন্তর ছেদিয়া
অার কিছু ছেদিতে,মন কি তোমার চাহে
কি পেয়েছ চালিয়ে বুকে,দুঃখের করাত
যাও ললনা কহে।


তুমি এসেছিলে ফাগুনে,অাগুন হয়ে
অজান্তেই ছারখার করেছ অন্তর
অাপন মনে জ্বালিয়ে পুড়িয়ে।
প্রণয়কে পুজি করে,গরিয়া শ্বসান
পুড়িয়েছে সেথায় মোরে,না করতেই তিরোধান
অক্ষি বন্ধে লাগালে অনল,অামার এই দেহে
কি পেয়েছ জীবন্ত পুড়িয়ে
যাও ললনা কহে।