তুমি হীনা নিথর জিন্দেগী তমসা
দিনমানে যামিনীতে তোমায় করি অন্বেষা
গগনে উরায়ে স্বপ্ন ঘুড়ি
অসাড় পারিয়ে তুই করেচিস চুরি
ভুলে যাইনি অামি,সেই তর নকশা
বিষেশ দিবসে ,তকেই অন্বেষা।


চিত্তপটের খুলিয়া,দেখেছি লোচন
কোথাও নেই,হয়েছিস উধাও,নিরবধি গোপন
সুখের বীজ বুনে,অন্তরে অামার
কি ছিল হেতু,হৃদয় দুমড়িয়ে চলে যাবার
অাজো করি বসে, তকে পাওয়ার তপস্যা
উদয় থেকে অস্তে,তকেই করি অন্বেষা।


পরিতাপ হায়! পরিতাপ, কি হবে করে
রোদনে হৃদয় উঠে,দহনে কুকড়ে
স্মৃতির পাতায় রয়েছে সখায়
এখন অামার নেই,রয়েছে অন্যথায়
ভাবেনি কি হবে,এই অবয়বের দশা
অন্তরীক্ষ,মৃত্তিকায়,তকেই অাজো অন্বেষা।