অাজ থেকে প্রায় দশ বছর হবে
কিংবা তার চেয়ে বেশী হবে কিন্তুু কম না
অামার  বন্ধু ধরেছিল বায়না
সে নাকি মালি হবে,মানে ফুলের বাগান করবে
বায়না ছিল তার গোলাপের চারা দিতে হবে
বিনিময়ে সে প্রথম ফুল টি অামায় দেবে
অামি দিয়েছিলাম একটি ফুলের চারা
সে পেয়ে  খুশিতে অাত্তহারা
সে প্রথম ফুল টি দিয়েছিল,অার বলেছিল
দোস্ত রাখিস এটাকে যত্ন করে
অামি রেখে ছিলাম ফুলটি কে
একটি বছর ধরে
ফুল টি শুকিয়ে,সাদা, বাদামী,পড়ে কালো হয়েছিল
এভাবেই হারিয়ে ছিল ফুলটির অস্তিত্ত
কিন্তুু হারায়নি অামাদের বন্ধুত্ব।
অাজো টিকে অাছে সুভাস বিহীন ফুলের মত
বুকের এক কোণে করেছি তাকে শায়িত।
যদি ও অাগের মত নেই গলায় গলায় ভাব
রয়েছে ঠিকি অন্তরের টান
জীবন সাজাতে,পরিবারের চাহিদা মেটাতে
বন্ধুৎত্বের মাঝে,পড়েছে  দুরত্তের ব্যাবধান
ভুলিনি অামি তারে,সে রয়েছে অামার মনে
তারে কি ভুলা যায়,সে বন্ধু ছিল ছাত্র জীবনে
অাগের মত বলি,
                          লেখা টা শেষ,দোস্ত ভাল থাকিস
কাল যাব না মাদ্রাসায়,তুই অামার বাড়ি অাসিস
না,অাসলে তর সঙ্গে অাড়ি
অার যাব না অামি তদের বাড়ি
মনে রাখিস,
                  তুই বন্ধু ভাল থাকিস।