মা-কি করে বোঝাই তোমায়
অামি অার সেই ছোট্র ছেলে না
চলতে গিয়ে পথ হুচুট অার খাই না
মা-অামি হয়েছি বড়
চিনি অাগুন,পানি, বাতাস
অাজো দেরি করে ফিরলে বাড়ী
চিন্তায় কেন তুমি হতাশ।


মা-অামি এখন একলা চলতে পারি
তোমার ছেলে অাকাশ পথে
চালায় হাওয়ায় গাড়ি
মা-বলে খোঁকা সে খানেইত ভয়
অাকাশ পথে তর, যদি কিছু হয়।


মা-অামি এখন নিজের হাতে খাই
যাও না তুমি দেখে
তুমি কেন বসে থাক,দুধ ভাত মেখে
মা-বলে খোঁকা,তুই রয়েই গেলি বোকা
হল না তর উন্নতি
কেন বসে থাকিস জানিস খোঁকা
তুই যে অামার দেহের প্রানটি।