জীবন যুদ্ধে অামি গিয়েছি হেরে
নিয়েছি মেনে পড়াজয়
তুমি ছিলে না,অামার সহ যোদ্ধা
চাওনি তুমি অামার বিজয়,
তাই ইচ্ছে করেই গিয়েছি হেরে
হয়েছি পড়াজিত সৈনিক
সবার কাছে এখন নষ্ট ছেলে
তোমার কাছে অামি ব্যর্থ প্রেমিক।


এ মনত কথা ছিল না,ছিল না এমন সন্ধি
মির জাফরের ভুমিকায় থাকবে তুমি
অামি হব কারাগারে বন্ধী
কত টা সুখি তুমি জয়ী হয়ে
দখল করে চারিদিক
অামি অন্ধকারের কয়েদী এখন
তোমার কাছে ব্যর্থ প্রেমিক।


অামায় নিয়ে তুমি ধরেছ বাজি
বুঝিনি তুমি ছিলে জুয়ারী
অাল বদর রাজার হার মানিয়ে
বেয়েছ তুমি অবিস্যাসের সিড়ি
তোমার দেওয়া অাঘাতে অাহত অামি
রণক্ষেত্রে হয়েছি বন্দী সৈনিক
সবার কাছে অামি অকর্মা ঢেকি
তোমার কাছে এখন ব্যর্থ প্রেমিক।