অামি ভাই খলিল পুর গ্রামের ছেলে
খলিল পুরেই বসবাস,
অতিরিক্ত চাই না কিছু
হয় না পাওয়ার অাশ।


পান্তা নুনেই খুশি অামি
চাই না পোলাও কুড়মা
বিদেশী স্যান্ট নেই যে অামার
চোখে লাগাই সুরমা।


দেখতে সুন্দর নই যে অামি
মনেতে নেই দ্বেষ,
বন বাদার। গুরে বেড়াই
গ্রামে ই অাছি বেশ।


সন্ধে হলে পড়তে বসি
কুপির অালোয় অল্প
জোৎস্না রাতে শুনি বসে
রুপ কথার গল্প।