অঙ্গার হয়েছি পুড়িয়া চিতায়
ব্যাথীত অামি স্বজন হারানোর ব্যাথায়,
শত শত অাপন বাড়ির পূর্ব পাশ
চির নিদ্রায় করিতেছে বসবাস,,
যাহারা গিয়াছে মোরে ছাড়িয়া,করিয়াছে পড়
উহাদের মায়া মনে,তৈরী করেছ সদন ঘর
কত মাতা পিতা কাঁকরে বান্দিয়া বুক
বাড়ির ঐ পূর্ব পাশে পুতিয়াছে নব মুখ
কত স্বজন পুতিয়াছি,দিয়াছি বক্ষে মাটি
সাজিয়েছি অাপনের শেষ পরিপাটি।
এই বয়সে পিতাকে করেছি কাদে বহন
এর চেয়ে কি অাছে ব্যাথা,যা যায় না শহন
অবেলায় ভাই অামার গিয়েছে জগৎ ছাড়ি
খোদার ডাকে ওপারে জমিয়েছে পারি
এর চেয়ে বেশী কি অাছে শোক
এত ব্যাথা লয়ে সারে কি দেহের অসুখ
স্বামী, পুত্রের শোকে,মা- করে হায়! হায়!
এত দুঃখ সয়ে কার হাসতে মনে চায়
মা-বাবার ছিলেম,তিন বোন,ছয় ভাই মোর
বিজোর করিয়া এক ভাই গেল,ভাঙ্গিয়া জোর
নীরে অাসা মোদের এই প্রথম দুঃখের ছায়া
কত জন হয়েছে পড়,কাটিয়ে মোদের মায়া
কত অাদরে যত্নে পুত্রকে করেছে লালন
কি করে মা-শান্ত থাকে, হারিয়ে সেই বুকের ধন