নিজের সার্থের জন্য,পড়ের গলায়
নারী, অার কত চালাবে ছুরি
মিথ্যে ভালবাসার বলে
অার কত ছিরবে গোলাপের পাপরী
নারী,ভাঙ্গবে অার কত স্বপ্ন সিড়ি।


অন্যের সুখে ভাগ বসাবে
অার কত নারী বলতে পার
হাত বদলের পালায় সুখের তরে
কত যে নর নারী ছাড়তে পার
বুকের ভিটায় গড়িয়া বাড়ী
নারী,করবে কত অার ছাড়া ছাড়ি।


মনের সুখ নারী হরণ করে
কাঁচের দেয়ালে গড়ে বাড়ী
সংকটে পড়েছে তারাই বেশী
হৃদয়ের সুখ যারা করেছে চুরি
নারী,বুঝিনি তোমার মন
পরিবর্তনশীল প্রেমের ঘড়ি।


সুহাশীনি, প্রিয়ংবাদা,সুকেশীর, রুপ ধরে
কত হৃদয় কর যে জয়
বোঝার সাধ্য অাছে কার
না পেলে নারীর অাসল পরিচয়