অাজ নিজেকে অপরাধী মনে হয়
তুমি ভুলে গেছ বলে নয়
তোমায় ভুলে গেছি বলে,
অাজ পাথরে বেধেছি বুক
ভাসব না বলে নয়ন জলে
সত্যি অাজ অামি হতভাগা
তোমায় ভুলে গেছি বলে নয়
অামায় ভুলে গেছ বলে।


অাজ অামি অপরাধী
তোমায় ভুলতে পারিনি বলে
বিষন্ন মনে জোৎস্না দেখি
মনের দুয়ার খুলে
অাজ অামি বড় অপরাধী
তুমি ভুৃলে গেছ বলে নয়
তোমায় ভুলে গেছি বলে।


এখন সত্যি বলছি, অামি অপরাধী নই
তবু ও নিয়েছি সাজা মাথা পেতে
কেন জান? এই ভেবে
অামায় দুঃখ দিয়ে তুমি সুখ পাও যাতে
এসব তখন বলিনি মুখ খুলে
ভুলে যাবে ভেবে নয়
তোমায় ভুলে যাব বলে।