আর নেই আগের মত
গোয়াল ভরা গরু,গোলা ভরা ধান,
রাখালিয়াও বাজায় না বাঁশি
বাউল গায় না এক তারাতে গান,,
মাঝি ভাই ঘুমায় না আর,নাও বিরায়ে ঘাটে
কৃষানী ও যায় না আর,খাবার নিয়ে মাঠে,,
সব কিছু বদলে গেছে,পাল্টে গেছে,যুগের হাওয়ায়
এসব শুধু গল্প এখন রুপ কথা আর,বইয়ের পাতায়।


আর নেই কাচাঁ ঘর,হেরিকেন,নিভু নিভু জ্বলা বাতি
সকাল হলেই আর আসে না,রার্নার নিয়ে চিঠি
ঊষাতে যায় না ছুটে কৃষকের দল
আর ফলে না আগের মত সোনার ফসল
দশ্যি মেয়ে আম কুড়াতে,যায় না বৈশাখ জ্বরে
চাঁদের আলো আর পড়ে না,তাদের ভাঙ্গা ঘরে
সব কিছু বদলে গেছে,পাল্টে গেছে,উন্নতির ছোয়ায়
এসব শুধু জমা আছে,উপন্যাশের পাতায়।


পল্লী বধু ধান বানে না,ঢেকিতে পার দিয়া
যায় না কেউ কুটুমের বাড়ী,চিড়ে,মুড়ি নিয়া
মাটির পাত্রে আর রাখে না,গাঁয়ের বধু জল
আর ছুটে না,নদীর ঘাটে,পল্লী মেয়ের দল
বর্ষায় খালে বিলে,জলে নেই থৈ থৈ
জ্বাল নেই,জেলে নেই,নেই হৈ চৈ
সব কিছু বদলেগেছ,পাল্টে গেছে,আধুনিকতার ছোয়ায়
এসব শুধু স্মৃতি এখন জীবনের খাতায়।