তোমার হাতে অামি রাখব যে হাত
তোমার সাথে অামি চলব যে পথ,
ছোট্ট বেলায় দিয়েছি কথা
যাবনা ছেরে তোমায় করেছি শপথ,,
সেই কথা তোমার হয় মনে নেই
অামি অাজো ভুলি নাই,
তোমার দ্বারে তাই বারে বারে
ভালবাসার দু-হাত বাড়াই।



কিশোর বেলার খেলা সেই বর বধু
এখনো অামার কাছে স্মৃতি শুধু
লুকোচুরি দুজনে কত খেলেছি
একসাথে কত বছর দুজনে কাটিয়েছি
সেই স্মৃতি অার সেই দিন গুলি
এখনো অামার মনে রয়ে গেছে
বুজেনা সে কখনো অামায়
অামি কেন ছুটে যাই তার কাছে।


সকাল,বিকেল অার সন্ধে বেলায়
ঘুড়ে বেড়ানো দুজন পাড়ায় পাড়ায়
মা-বাবা,ভাই,বোন,খুঁজে হয়রান
ধরেছি কত যে দুজনের কান
সেই দিন অাজ মনে নেই তর
হয়ে গেছিস তুই বিশ্ব বেঈমান
সেই পাড়াতে মনের অজান্তে
অামি অাজো বেড়াই ঘুরে
অাঁয় চলে অাঁয় অাগের মত
একসাথে চলি পথ দু-হাত ধরে।