সুখ, কারো হাতের ছোয়ায়
সীমানা ছেরে দূরে চলে যায়,
সুখ,কারো সিগারেটের টানে
ধোয়া হয়ে উরে চলে যায়,,


সুখ,কিশোরীর ইশারায়
নষ্ট হওয়া যুবক ছেলে,
যার কাছে সুখ জমিয়ে রাখা
প্রতিটি চুময় মদের বোতলে,,


সুখ,কারো চোখের দৃষ্টি
বৃষ্টি হয়ে সব,দুয়ে মুছে দেয়,
সুখ,কোন মেয়ের মিষ্টি হাসি
ছেলেদের সব কেরে নেয়,,



সুখ,কোন অপরুপ রমনীর
মাতাল করা সুরেলা কন্ঠ সুর,
যার প্রেমে ব্যার্থ, ভদ্র ছেলে
সমাজের চোখে হেরোইন,খাজাখোর।