তুমি নেই মা,তিনটি বছর যাচ্ছে হয়ে গত
তোমাকে ছাড়া হয় আমার চঁদ্র,সূর্য অস্তমিত
তুমি নেই এত যন্ত্রনা,পারিনাতো সামলাতে
দু-চোখের জল,ঝরে অভিরল,
পারিনাতো আটকাতে
তোমায় হারানোর হৃদয়ের গা,শুকায় নাতো
তোমার মত বাবা ও নেই,বারটি বছর হচ্ছে গত


তুমি না থাকার ফল,হারে হারে টের পাই
চলতে গিয়ে পথ,স্বজনের কাছে হুচুট খাই
তুমি বলতে খোকা,তুই বড়ই বোকা
কখনো হবে না,কিছু তর দ্বারা,
তোমার কথা মা,হয়নি বিফল
সাজানো জীবন আমার ছন্নহারা,,
আধাঁরে,আধাঁরে ভরা জীবন আমার
তবু ও মা,তবু ও বাবা,নই আমি ক্লান্ত
ভাল থেক মা,ভাল থেক বাবা
তোমাদের দিলাম আমার পূর্ণ্য যত।


তোমার কথা মত দেখছি আজ
জীবনে সব কিছুই ঘঠে,
ফিরে আসা হয়,বার,বার আমার
গিয়ে সুখের সন্নিকটে,,
মা,তুমি নেই,বাবা ও নেই
তোমাদের শুন্যতা কে বল মুছে,
তোমাদের মত আপন এই জীবনে
জগৎ জুরে আর কে বল আছে,,
ভাল থেক মা,ভাল থেক বাবা
ভাল রাখ প্রভু চিরনিদ্রায় যারা শ্বায়িত,
ভাল থাকুক তারাও
জগতের বুকে যারা জাগ্রত।