আমি তোমার শুধু স্বপ্ন
আর তুমি আমার স্বপ্নের কেন্দ্র বিন্দু,
যেখানে উৎপন্ন হয়,তৈরী হয়,সৃষ্টি হয়
ছোট বড় হাজারো,স্বপ্নের সিন্ধু।
তুমি আকাশের স্থায়ী এক তারা
আর আমি পৃথিবী,
যা সেই তারকার চেয়ে অনেক ছোট
কত রহস্য সেই তারায়,ক্ষনেক ভাবি।
যদি আত্মার সাথে আত্মার মিলন হয়
তারে নাকি প্রেম কয়,
আমাকে তুমি দেখবে কি করে
ছুবে কি করে,
আমি মিশে গেছি তোমার আত্মায়
যদি দেখতে চাও,দেখে নিও
তোমার হৃদয়ের আঁয়নায়।
পাগলী ভালবাসা এমনি হয়
ভয়,ভীতি কেই করে জয়
নিন্দুকেরা কি বলেছে ওসবে কান দিওনা
তোমার ভালবাসার মানুষটার নামে
কে কি বলেছে সেই সব মনে নিওনা
যে যার মন বুজে
চোখ বুজে যার ভাষা
তার সাথে কইরো পিরিত
কইরো ভালবাসা।
অতলে যে কথা থাকে তলিয়ে
মন খারাপ করোনা সে কথা নিয়ে
আমি হতভাগা তুমি অভাগী
চল্ খুঁজি দুজনে সুখের পাখি