বাঁচার জন্য যেটুক দরকার
সেই টুকু দাও প্রভু,
চাই না আমি বাড়ি গাড়ি
অট্টালিকা কভু!


অধিক ধনে লোভ এসে যায়
তাই  চাহি না বেশী,
যা দিয়েছো ও দয়াল সাঁই
তাতেই সতেজ পেশী।


যে ক'টা দিন রাখবে প্রভু
এই অবনীর মাঝে,
স্বল্প আয়েই রাখবে ভালো
সকাল দুপুর-সাঁঝে।


হৃদয় মাঝে না রয় যেনো
অহংকারের গন্ধ,
ভালোবাসায় দাও ভরিয়ে
মানব প্রেমের ছন্দ।


যেমন ভাবে রাখছো আমায়
তাতেই আমি ধন্য,
আমি তোমার প্রিয় বান্দায়
হই যেনো গো গণ্য।