প্রেম অভিসার
বেলাল উদ্দীন


সন্ধ্যামণি রাতের রানি আসবে তুমি রাতে?
সারাটি রাত প্রেম পরশে থাকবে আমার সাথে!
অভিসারে বেড়াও তুমি ভোমরা থাকে সঙ্গে,
প্রেমের সুধা দাও ছড়িয়ে প্রাণ ভ্রোমরার অঙ্গে।


সন্ধ্যামণি তোমার রূপে অনেক প্রেমিক মরে,
তোমার মোহে ধরার বুকে অনেক জীবন ঝরে।
তোমার কাজের সাক্ষী আছে রাতের চন্দ্র তারা,
আরও সাক্ষী আছে ধরায় পায়নি তোমায় যারা!


রাত বিরাতে ঘুরো তুমি নকল মুখের হাসি,
চারদিকে রয় ভোমরা সকল
প্রেমিক রাশি-রাশি।
যাও বিলিয়ে প্রেমের সুধা মিষ্টি মধুর হেসে,
প্রকৃত যে প্রেমিক তারা যাচ্ছে প্রেমে ফেঁসে।


হাজার বছর ধরে চলছে ধরায় প্রেমের খেলা,
রাধিকার দল ধরায় এসে বিকায় রূপের মেলা।
যৌবন জ্বালা নিবারন হয় নরের সাথে নারী,
অভিসারে ছুটছে কেহ দামী দামী গাড়ি।


কামনার এক অসভ্যতায় সন্ধ্যামণির সৃষ্টি,
দেহের মাঝেই জন্মেছে প্রেম  মানব মনের কৃষ্টি।
কাম-বিহনে প্রেমরাধিকার মন থাকে না ভালো,
সন্ধ্যামণি তাই ঘোরে রোজ হোক না আঁধার কালো।